ক)নামজারী/রেকর্ড সংশোধনঃনির্দিষ্ট ফরমে-কোর্ট ফি দিয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা/তদমত্ম শেষে ৪৫ কর্ম দিবসের মধ্যে নামজারী/রেকর্ড সংশোধন হবে। খরচ- ২৫০/- টাকা প্রায়।
খ)নামজারী আদেশের রিভিউঃনামজারী / রেকর্ড সংশোধনের আদেশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যাক্তি কতৃক নির্দিষ্ট ফরমে -কোর্ট ফি দিয়ে রিভিউ এর জন্য আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা/তদমত্ম শেষে চূড়ামত্ম আদেশ দেয়া হবে।
গ) খাস জমি বন্দোবসত্মঃ প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবসত্ম দেয়ার জন্য আবেদন গ্রহণ ও উপজেলা খাস জমি বন্দোবসত্ম কমিটির মধ্যিমে প্রকৃত ভূমিহীন বাছাই করে ভূমি বরাদ্দের জন্য প্রসত্মাব জেলা খাস জমি বন্দোবসত্ম কমিটির নিকট প্রেরণ করা হয়। অনুমোদিত প্রসত্মাবের আলোকে কবুলিয়ত সম্পাদন করতঃ গ্রহিতার নামে জমি রেজিস্ট্রির ব্যবস্থা করা হয় এবং খতিয়ান খুলে দেয়া হয়। খরচঃ মাত্র ০১/-(এক) টাকা সেলামী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS